একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু
নাটোরে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে তিন আপন ভাইয়ের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে দুই ভাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এবং অপর ভাই স্ট্রোক করে মারা যান।
মৃত ব্যক্তিরা হচ্ছেন নাটোর শহরের বলাইপাড়া এলাকার ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৫৬), তার বড় ভাই মো. বাবলু ইসলাম (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যুরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শরিফুল ইসলামের মেজ ছেলে সুজন হোসেন লিটন বলেন, "আব্বার শারীরিক অবস্থার অবনতি হলে ৩ জুলাই প্রথমে তাকে রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির আরও অবনতি হলে ৪ তারিখ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আইসিইউতে নেওয়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় তিনি মারা যান।"
শরিফুল ইসলামের ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তবে সুজন হোসেন অভিযোগ করেন, চিকিৎসকদের ভুল চিকিৎসায় তার বাবা মারা গেছেন।
অন্যদিকে, শরিফুল ইসলাম পচুর মৃত্যুর খবর শুনে তার বড় ভাই বাবলু হোসেন নাটোরে স্ট্রোক করে মারা যান। তাদের দুজনকে নাটোরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে দাফন করা হয়।
এদিকে, শরিফুল ইসলাম পচুর ছোট ভাই জাহাঙ্গীর আলমও করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউয়ের প্রয়োজন হলে হাসপাতালে আইসিইউ না পাওয়া তাকে নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত সিডিএম হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।
সুজন হোসেন লিটন বলেন, "চাচাকে রাত ১০টার পর গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। চাচার চার ছেলে ও এক মেয়ে রয়েছে।"
তবে, পরিবারের বাকি সদস্যরা সুস্থ আছেন বলে জানিয়েছেন সুজন হোসেন লিটন।