একদিনে ভারতে ৪ মেট্রিক টন ইলিশ রপ্তানি
আবারও শুরু হয়েছে ভারতে ইলিশ মাছ রপ্তানি। গতকাল বুধবার (২৭ অক্টোবর) ৪ মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। 'সততা ফিশ ফিড' নামে একটি প্রতিষ্ঠান বেনাপোল দিয়ে এই মাছ রপ্তানি করেছে।
মঙ্গলবার সরকার ভারতে ইলিশ রপ্তানির সময় বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু গত ৪ থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় নিষিদ্ধ ছিল। যে কারণে অনুমোদন পাওয়া রপ্তানি প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে পারেনি। এজন্য অবশিষ্ট ইলিশ রপ্তানির সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান বলেন, "আমরা সরকারের নির্দেশনা পেয়েছি। বুধবার ৪ মেট্রিক টন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি করে সততা ফিশ ফিড নামে একটি প্রতিষ্ঠান। সরকারের বিশেষ অনুমতিতে ১১৫টি প্রতিষ্ঠান ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছিল। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছিল ১০ ডলার। গত ৩ অক্টোবর পর্যন্ত ৫১টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানি করেছিল মাত্র এক হাজার ১০৮ মেট্রিক টন।
গত ২২ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে প্রথম চালানে ৪টি ট্রাকে ২৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল।
রপ্তানিকারক আবদুল কুদ্দুস বলেন, "দেশে ইলিশের উৎপাদন ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করেছিল সরকার। পরবর্তীতে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্কের সূত্র ধরে সরকার ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ রপ্তানি করা গেছে। সরকার রপ্তানির সময় বৃদ্ধি করার কারণে গতকাল থেকে ইলিশ রপ্তানি শুরু করেছি। প্রথম দিন আমরা ৪ টন মাছ রপ্তানি করেছি"।