এবার প্রাথমিকের ‘ঘরে বসে শিখি’, ৭-৯ এপ্রিলের রুটিন
মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের পর এবার প্রাথমিক স্তরে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি 'ঘরে বসে শিখি'।
আগামী ৭ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। রোববার এই কার্যক্রমের রুটিনও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে পাঠদান কার্যক্রম দেখার অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৭ এপ্রিল থেকে ৯ এপ্রিলের রুটিন
৭ এপ্রিল
দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট: প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপভিত্তিক অনন্দদায়ক শিখন
২টা ২০ থেকে ২টা ৪০ মিনিট: প্রথম শ্রেণির বাংলা,
২টা ৪০ থেকে ৩টা: দ্বিতীয় শ্রেণির ইংরেজি,
৩টা থেকে ৩টা ২০ মিনিট: তৃতীয় শ্রেণির বিজ্ঞান,
৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট: চতুর্থ শ্রেণির গণিত এবং
৩টা ৪০ মিনিট থেকে ৪টা: পঞ্চম শ্রেণির বিজ্ঞান।
৮ এপ্রিল
দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট: প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপভিত্তিক অনন্দদায়ক শিখন
২টা ২০ থেকে ২টা ৪০ মিনিট: প্রথম শ্রেণির গণিত,
২টা ৪০ মিনিট থেকে ৩টা: দ্বিতীয় শ্রেণির বাংলা,
৩টা থেকে ৩টা ২০ মিনিট: তৃতীয় শ্রেণির ইংরেজি,
৩টা ২০ থেকে ৩টা ৪০ মিনিট: চতুর্থ শ্রেণির বিজ্ঞান এবং
৩টা ৪০ থেকে ৪টা: পঞ্চম শ্রেণির গণিত।
৯ এপ্রিল
দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট: প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপ ভিত্তিক অনন্দদায়ক শিখন,
২টা ২০ থেকে ২টা ৪০ মিনিট: প্রথম শ্রেণির ইংরেজি,
২টা ৪০ থেকে ৩টা: দ্বিতীয় শ্রেণির গণিত,
৩টা থেকে ৩টা ২০ মিনিট: তৃতীয় শ্রেণির বিজ্ঞান,
৩টা ২০ থেকে ৩টা ৪০ মিনিট: চতুর্থ শ্রেণির ইংরেজি এবং
৩টা ৪০ থেকে ৪টা: পঞ্চম শ্রেণির বিজ্ঞানের ক্লাস অনুষ্ঠিত হবে।
পরবর্তী রুটিন যথাসময়ে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অধিদপ্তর।
ডিজিটাল ক্লাস এ সপ্তাহে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হবে। আগামী সপ্তাহে হবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। আর মাধ্যমিকের ক্লাস শুরু হবে সকাল ১১টায়।
১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে গত ২৯ মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টিভিতে ক্লাস সম্প্রচার শুরু হয়। এরই মধ্যে সাধারণ ছুটি বাড়ানোয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।