এ সপ্তাহেই মিশর থেকে আসবে ১২ হাজার টন পেঁয়াজ: বাণিজ্যমন্ত্রী
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চলমান সংকটের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে মিশর থেকে আরও ১২ হাজার টন পেঁয়াজ আসবে। জাহাজে করে ঐ পেঁয়াজ আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে।
শনিবার ঢাকার গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “জাহাজে করে মিশর থেকে যে পরিমাণ পেঁয়াজ আসছে ১২ হাজার টন তারই অংশ।”
বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, আগামী দশদিনের মধ্যে দেশীয় পেঁয়াজ বাজারে আসলেই দাম স্থিতিশীল হয়ে যাবে।
তিনি বলেন, “সংকট ঘোচাতে মিশর থেকে যে পেঁয়াজ আনা হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকার ওপর খরচ হয়েছে। তবে তা বিক্রি করা হচ্ছে ৪৫ টাকা দরে।”
বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমলেও সেটা ঠিকভাবে সংবাদমাধ্যমে উঠে আসছে না বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
“পেঁয়াজের দাম ২০০ টাকার উপরে উঠেছিলো। দাম কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এমন কি আকাশপথেও পেঁয়াজ আনা হচ্ছে। মিশর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশিটা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।”
বাণিজ্যমন্ত্রী আরও জানান, আমাদের মোট চাহিদার ২৫ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয়। এর নব্বই ভাগই আসে ভারত থেকে। আমরা সে দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। তবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়ে। তারপর বিকল্প উৎস হিসেবে মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির পরিকল্পনা করা হয়। আমাদের প্রতিমাসে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হতো। সেখানে সেপ্টেম্বরে এসেছে ২৫ হাজার টন। ৭৫ হাজার টন ঘাটতি। অক্টোবরেও একই পরিমাণ ঘাটতি। তবে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় শিগগিরই দাম পড়ে যাবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী।