কঠোর লকডাউনের আগে ঢাকার রাস্তায় দীর্ঘ যানজট
আজ দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিন গত দুইদিনের তুলনায় ঢাকার রাস্তায় প্রাইভেট কার, রিকশা ও অটো রিকশার মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ করা গেছে।
রাস্তায় গণপরিবহন না থাকলেও শহরে প্রাইভেট কার, মাইক্রোবাস, রিকশা, স্টাফ বাস ও সিএনজি চালিত অটো রিকশার লম্বা সারি দেখা গেছে।
ঢাকার রাস্তায় গণপরিবহন না থাকায় তৃতীয় দিনের মতো ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মানুষকে গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিসগামীদের পায়ে হেঁটে গন্তব্যস্থলের দিকে রওনা দিতে দেখা গেছে।
কোভিড-১৯ এর সংক্রমণ কমাতে বাংলাদেশে আগামী ১ জুলাই থেকে সাত দিনব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে।
তবে ২৮-৩০ জুন সীমিত পরিসরে লকডাউন কার্যকর থাকবে।
এর আগে, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি ও পরামর্শক কমিটি কোভিডের সংক্রমণ কমাতে দেশজুড়ে ১৪ দিনব্যাপী কঠোর লকডাউন জারির পরামর্শ দেয়।