কঠোর লকডাউনের প্রথম দিনে চট্টগ্রামে ১০ ম্যাজিষ্ট্রেটের ৩৩ মামলা, ১৯ হাজার টাকা জরিমানা
কঠোর লকডাউনের প্রথম দিনে চট্টগ্রাম নগরীতে ১০ জন ম্যাজিষ্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। বুধবার ( ১৪ এপ্রিল) দিনব্যাপী করোনা স্বাস্থ্যবিধি না মানায় এসব অভিযানে ৩৩ মামলায় ১৯,০৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সুত্র জানায়, নগরীর বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান মেহেবুব, নাজমা বিনতে আমিন, আশরাফুল হাসান, মামনুন আহমেদ অনিক, মাসুমা জান্নাত, মিজানুর রহমান, মোঃ মাসুদ রানা, মোঃ আশরাফুল আলম, উমর ফারুক, মোঃ জিল্লুর রহমান অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন জনসাধারণকে সচেতন করার পাশাপশি ৫ হাজার ৫ শ পিস মাস্ক বিতরণ করেন।
এছাড়া লকডাউন সফল করার লক্ষ্যে সন্ধ্যার পর থেকে আরও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও প্লাবন কুমার বিশ্বাস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।