কথাসাহিত্যিক রাহাত খান আর নেই
প্রখ্যাত সাংবাদিক, ঔপন্যাসিক, এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক রাহাত খান মারা গেছেন।
শুক্রবার 'রাত সাড়ে আটটায় ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় বয়সজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,' বলে গণমাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী অপর্ণা খান।
রাহাত খানের মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
শনিবার তাকে বনানি কবরাস্থানে দাফন করার কথা রয়েছে।
'সময়সূচী এখনো ঠিক করা হয়নি। তার মৃতদেহ হয়তো প্রেসক্লাব, বাংলা একাডেমি ও শহীদ মিনারে নেওয়া হবে,' বলেন অপর্ণা খান।
প্রখ্যাত এ সাহিত্যিকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রাহাত খানের জন্ম ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর। ১৯৬৯ সালে তিনি সহকারী সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকে যোগ দিয়েছিলেন। ওই পত্রিকায় চার দশক কাজ করেছেন তিনি। হয়েছিলেন সম্পাদক।
ইত্তেফাক ছাড়ার পর 'দৈনিক বর্তমান' পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় সংবাদ সংস্থা 'বাসস'-এর (বাংলাদেশ সংবাদ সংস্থা) পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে বাসস-এর বোর্ড চেয়ারম্যান হিসেবে আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।