করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শুক্রবার সকাল থেকে প্রচন্ড জ্বর অনুভব করলে চিকিৎসকে পরামর্শ অনুযায়ী দুপুরে সিএমএইচে ভর্তি হন। এরপর তার করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসে বলে জানান তার চেম্বারের জুনিয়র অ্যাডভোকেট মাসুদ আহমেদ।
সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন বলে তার পারিবারিক সুত্র আজ শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।