করোনাভাইরাসে মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন
রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার বিকেলে মারা গেছেন।
প্রাণঘাতি এই ভাইরাসের শিকার হয়ে দেশে প্রাণ হারানো ১৮তম চিকিৎসক তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী জানিয়েছেন, ডা.মির্জা নাজিমের শরীরে তিন সপ্তাহ আগে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি চিকিৎসাধীন ছিলেন।
ডা. মির্জা নাজিম উদ্দিন ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী। তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
বিএমএ'র তথ্যমতে, এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ চিকিৎসক মারা গেলেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চার চিকিৎসকের।