করোনাভাইরাস: পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল মাদ্রাসা বন্ধের নির্দেশ
করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় কওমীসহ দেশের সকল মাদ্রাসা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, 'সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় মাদ্রসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। এর আগে সরকার ২২ মে পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যযক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাশিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে বলে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যের অত্যন্ত ঝুঁকিপূর্ণ।'
'এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রসাসহ (এতিমখানা ছাড়া) সকল মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এ নির্দেশ পালনে কোনও ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না।'