করোনার কারণে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে সতর্কতা
চীন থেকে করোনা ভাইরাস আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে বিশেষ সতর্ক থাকার পরামশ দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। অবশ্য এটি কোনো আনুষ্ঠানিক সতর্কতা বা নিষেধাজ্ঞা নয়।
আইইডিসিআরের পরিচালক মীরজাদি সাবরিনা ফ্লোরা জানিয়েছেন, 'করোনা ভাইরাস যেহেতু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তাই খুব প্রয়োজন না হলে বিদেশ ভ্রমণ করাকে নিরুৎসাহিত করছি আমরা। তবে নিষেধ করছি না।' খবর বিবিসির।
তিনি আরও জানান, বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরা কোনো নাগরিকের মাধ্যমে প্রাণঘাতি এই ভাইরাসটি যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্যই সতর্কতামূলক এই পরামর্শ দেওয়া হয়েছে।
তবে একান্ত প্রয়োজনে যারা বিদেশ যাবেন, তাদের জন্য ভ্রমণকালীন সতর্কতা হিসেবে জনসমাগমে না যাওয়া, বাজারে কম যাওয়া, শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত কারও এক মিটারের মধ্যে না যাওয়া, করমর্দন কিংবা কোলাকুলি না করার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
এর আগে, চীনের উহান শহর থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে বিশেষ বিমানে ঢাকা এনেছে সরকার। তাদেরকে ১৪ দিন উত্তরার আশকোনার বিশেষ ক্যাম্পে রাখার পর ১৫ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হয়।