করোনায় নতুন আক্রান্ত আরও ৫ জন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/03/22/meerjady_sebrina_flora.jpg)
দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন কোনো মৃত্যু হয়নি। এর আগে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। অনলাইনে এ সংক্রান্ত ব্রিফিং করা হয়েছে।
আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। এছাড়া ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।
এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রাপ্ত তথ্যসূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ২০৪ জন। প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয় ২১ হাজার ৩৫৩ জনের। তবে হপকিন্স বিশ্ববিদ্যালয় স্বীকার করে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
সরকারি-বেসরকারি সূত্রের বরাতে সর্বশেষ সংখ্যা প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে, মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ২৮৩ জন। প্রাণহানি সংখ্যা ২১ হাজার ৫২৪ জন।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ১ লাখ ১৪ হাজার ৮২২ জন। এখনও ৩ লাখ ৪১ হাজার ৯৩৭ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মাঝে আশঙ্কাজনক অবস্থা ৪ শতাংশের যার সংখ্যা ১৪ হাজার ৭৯৬ জন।