করোনায় রাজশাহী থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ
করোনা ভাইরাসের প্রকোপ রোধে রাজশাহী থেকে দূরপাল্লার যাত্রীবাহী সকল বাস চলাচল বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
করোনো ভাইরাসের প্রকোপ ঠেকাতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার দুপুর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ থাকবে। তবে সংখ্যায় অল্প পরিমাণে আন্তঃজেলা বাস চলাচল করছে।
বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, আমরা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি কেন্দ্রীয় নির্দেশে যৌথভাবে সচেতনতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি।