কিউলেক্স মশা দমনে অভিযান শুরু করবে ডিএনসিসি
আগামী শনিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এডিস মশার পাশাপাশি কিউলেক্স মশা দমনে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
শনিবার (২ অক্টোবর) রাজধানীর উত্তরার ৪ নং সেক্টরে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিদর্শনকালে মেয়র একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, "এডিস মশা জন্মে পরিস্কার পানিতে আর কিউলেক্স জন্মে নোংরা পানিতে এজন্য আমরা সকল ডোবা, নালা, খাল পরিস্কার করবো।
ডেঙ্গু কমিউনিটি ডিজিজ হওয়ায় আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করতে। বিভিন্ন সামাজিক সংগঠন এ আন্দোলনে কাজ করছে"।
মেয়র আরও বলেন, "আমরা সবাই যেন ময়লাটা যত্রতত্র না ফেলি। আমাদের প্রচেষ্টার কারণে অনেকেই সচেতন হচ্ছে। ডেঙ্গু ও এডিস সম্পর্কে মানুষ যতো বেশি জানবে তত প্রতিরোধের ব্যবস্থা নিবে"।
"কিউলেক্স মশা নিয়ন্ত্রণের অভিযানে জলাশয় থেকে শুরু করে ড্রেন পরিস্কার করা হবে। কচুরিপানা পরিষ্কার করা হবে। ঢাকার প্রত্যেকটি জমিরই মালিক আছে। তাদেরকে বলছি, আপনারা দায়িত্ব নিয়ে নিজেদের জমি পরিস্কার রাখবেন। আগামী সাত দিনের মধ্যে প্রত্যেকটি ডেভলপার কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কিউলেক্স মশা নিয়ন্ত্রণ সম্পর্কে চিঠি পাঠানো হবে"।
দিয়াবাড়িতে রাজউকের বড় লেক রয়েছে, সেখানে মশা দমনে ব্যবস্থা নেওয়ার জন্যও মেয়র পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, "বৃষ্টির সাথে ডেঙ্গুর সম্পর্ক রয়েছে। বৃষ্টি কমার সাথে সাথে ডেঙ্গু কমে যাবে। এখন আস্তে আস্তে ডেঙ্গু কমছে। এজন্য আমরা কিউলেক্স দমনে পদক্ষেপ নিচ্ছি"।