কোভিড রোগীর গড় চিকিৎসা খরচ ৫ লক্ষাধিক টাকা: টিআইবি
দেশে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা খরচ বাবদ গড়ে পাঁচ লাখ টাকার বেশি খরচ করতে হয়, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
টিআইবি'র রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জুলকারনাইন জানান, সরকারি হাসপাতালে আইসিইউ সংকটের কারণেই মূলত চিকিৎসা বাবদ এতো বেশি খরচ গুনতে হচ্ছে কোভিড রোগীদের।
বর্তমানে দেশজুড়ে কোভিড রোগীদের জন্য মাত্র ৬৬৪টি আইসিইউ শয্যা বরাদ্দ আছে। এর মধ্যে ৩৬৪টি ঢাকা শহরে, ৩৩টি চট্টগ্রাম শহরে এবং বাকি ৬২টি জেলায় ২৫৭টি আইসিইউ শয্যা রয়েছে।
মো. জুলকারনাইন জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া ও চিকিৎসা সংকটের কারণে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির রোগীরাও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।
'করোনা ভাইরাস সংকট মোকাবিলা: কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ'শীর্ষক গবেষণা প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, অনলাইনভিত্তিক নিবন্ধন প্রক্রিয়ার কারণে ৭৪ শতাংশের বেশি টিকাগ্রহীতাকে অন্যের সহায়তায় নিবন্ধন নিতে হয়েছে, ফলে এক্ষেত্রেও টিকাগ্রহীতাকে অতিরিক্ত খরচ গুনতে হয়েছে।
এছাড়াও, গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কর্মসূচিতে বৈষম্যের কারণে টিকাগ্রহীতা জনগোষ্ঠীর ৪৩ শতাংশই নিবন্ধনের সময় বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন বলে উঠে এসেছে গবেষণাটিতে।