কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন যেভাবে
সরকার জানিয়েছে আগামী ২৫ জানুয়ারির মধ্যেই দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসছে। প্রথম ধাপে ৫০ লাখ লোককে এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। আর এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনেশন কর্মসূচী পরিচালনার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির কাজ প্রায় শেষদিকে।
সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্যাকসিন পেতে হলে এই অ্যাপের মাধ্যমেই সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে অ্যাপে লগইন করতে হবে।
এরপর সেখানে দিতে হবে বিস্তারিত তথ্য যার মধ্যে থাকবে আপনার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর। এছাড়াও সেখানে দিতে হবে অন্যান্য কোনো রোগের উপসর্গ আছে কিনা বা নিজের পেশার মতো এমনকিছু তথ্য।
এ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ) ডা. মো. হাবিবুর রহমান বলেন, "অ্যাপটি এই মুহুর্তে চুড়ান্ত ধাপে আছে। এর কাজ শেষ হলেই এটি গুগল প্লে স্টোরে দেওয়া হবে। স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপটির মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন।"
তিনি আরও বলেন, "প্রত্যেকেই সয়ংক্রিয়ভাবে এই অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা প্রত্যেকের জন্যই উন্মুক্ত থাকবে। যারা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাদেরও এই অ্যাপটির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।"
ওই কর্মকর্তা জানান, প্রতিমাসে প্রায় ২৫ লাখ মানুষকে অ্যাপটির মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হবে।