কোরবানির পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকারের নির্দেশনা
দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনায় নির্দেশনা জারি করেছে সরকার।
ঈদুল আজহা উপলক্ষ্যে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি এবং সরকারি অন্যান্য নির্দেশনা মেনে কোরবানির পশুর হাট বসাতে হবে বলে আজ বুধবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের নির্দেশনার সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
অন্যান্য সুরক্ষা বিধির মধ্যে রয়েছে, হাটে ক্রেতা ও বিক্রেতাদের একমুখী চলাচল নিশ্চিত করা, অর্থাৎ; প্রদেশপথ ও বহির্গমন পথ পৃথক থাকবে।
বৃদ্ধ ও শিশুদের হাটে প্রবেশ নিয়ন্ত্রণ, আগত ক্রেতা ও বিক্রেতা প্রত্যেকের তাপমাত্রা মাপার যন্ত্র, হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বেসিন স্থাপন ও জীবাণুনাশক সাবান রাখতে হবে।
পাশপাশি হাটের আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে অনলাইন পশুর হাটকে উৎসাহিত করতে হবে।
এজন্য সরকার দরকারি সব ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়। যেমন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ উদ্দেশ্যে ই-ক্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে www.digitalhaat.net প্ল্যাটফর্মে সারাদেশের ২৪১টি ডিজিটাল হাটকে যুক্ত করেছে।
অন্যান্য নির্দেশনার মধ্যে আছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় এমন স্থানে পশুর হাট না স্থাপন এবং হাটে সামাজিক দূরত্ম মেনে লাইনে দাঁড়িয়ে প্রবেশ ও বের হওয়া নিশ্চিত করা।
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।