ক্যাসিনো: সাত দিনের রিমান্ডে যুবলীগ নেতা খালেদ
ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা খালিদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদকের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেনস ক্লাব নামে একটি ক্যাসিনো চালানোর অভিযোগে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজের বাড়ি থেকে খালেদকে গ্রেপ্তার করে র্যাব।
এর একদিন পর বৃহস্পতিবার বিকেলে খালেদকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। সেখানে খালেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে তিনটি মামলা এবং মতিঝিল থানায় মাদকের একটি মামলা দায়ের করে র্যাব।
রাত সাড়ে ৮টার দিকে খালেদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গুলশান থানা পুলিশ।
মহানগর হাকিম মাহমুদা আক্তার অস্ত্র মামলার চার দিনের রিমান্ড এবং মহানগর হাকিম শাহীনুল ইসলাম মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।