খাদ্যের সন্ধানে পিরোজপুরের লোকালয়ে ঘুরছে বিরল প্রজাতির হনুমান
সম্প্রতি পিরোজপুর জেলার লোকালয়ে বিরল প্রজাতির কিছু হনুমান চোখে পড়ছে। বেশ কিছুদিন ধরেই শহরের বিভিন্ন স্থানে কয়েকটি হনুমান বিচরণ করে বেড়াচ্ছে। বিভিন্ন বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এসব বিরল প্রজাতির হনুমান চলাচল করছে।
হনুমানগুলোকে দেখার জন্যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত উৎসুক জনতা এদের বিচরণস্থলে ভিড় করছে।
শহরের সিও অফিস এলাকার একজন দোকানি জানান, কয়েক দিন ধরেই হনুমানগুলো ওই এলাকার আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে তারা কারো ক্ষতি করছে না বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক বনবিভাগ, পিরোজপুরের রেঞ্জ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পিরোজপুর থেকে উত্তরবঙ্গে যে সকল যানবাহন পণ্য আনা-নেওয়া করে, সেগুলোর মাধ্যমে হনুমানগুলো এলাকায় প্রবেশ করতে পারে।
তিনি আরও জানান, বিরল প্রজাতির এই হনুমান সাধারণত খাদ্য সংকটে পড়লেই খাবারের সন্ধানে লোকালয় প্রবেশ করে।