'খিচুড়ি প্রকল্প' বাতিল করলো সরকার
প্রাইমারি স্কুল ফিডিং প্রকল্পের আওতাভুক্ত বিতর্কিত 'খিচুড়ি প্রকল্প' বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রকল্পের আওতায় খিচুড়ি রান্নায় দক্ষতা বাড়াতে এক হাজার সরকারি কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব রাখা হয়।
পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্না সভা শেষে সাংবাদিকদের বলেন, "খিচুড়ি রান্নার ব্যবস্থার বিকল্প খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেননা প্রতিষ্ঠানে প্রতিদিন খিচুড়ি রান্না করলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হবে। "
"প্রকল্পে বিস্কুট ও দুধ অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়কে প্রকল্পের ধরনে পরিবর্তন আনার নির্দেশনা দেওয়া হয়েছে।"
গত বছর প্রকল্পটি প্রকাশের পর তা নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ডিপিই ও পরিকল্পনা কমিশনের তথ্যমতে, বিভিন্ন দেশের স্কুলগুলোতে কীভাবে খিচুড়ি বানানো হয়, খাদ্য উপকরণ কেনা হয় ও সরবরাহ করা হয় এসব পর্যবেক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের জন্য বিদেশ সফরের প্রস্তাব রাখা হয়েছিল।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকভাবে সফরের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ চায়, প্রস্তাবিত স্কুল ফিডিং কর্মসূচির আওতা য় প্রশিক্ষণের জন্য বরাদ্দ চায় ১০ কোটি টাকা।