খুলনা মেডিকেলে দুজনের মৃত্যু, করোনা সন্দেহে পরিবার কোয়ারেন্টিনে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলায়, অন্যজনের নড়াইলে।
খুমেক হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, গত বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্ট, সর্দিজ্বর ও কাশি নিয়ে মোংলা থেকে একজন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাতে নড়াইল থেকে একজন রোগী শ্বাসকষ্ট, সর্দিজ্বর ও কাশি নিয়ে নগরীর একটি ক্লিনিকে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি হওয়ার আগেই ওই রোগীর মৃত্যু হয়।
মঞ্জুর মোর্শেদ আরও বলেন, মৃত দুজনের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে সন্দেহে তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে।