পরীক্ষার অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্রের কিট
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত কিট ট্রায়ালের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আমরা শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ল্যাবে কিটের ট্রায়াল করাব। আমরা আগেই বিএসএমএমইউতে অনুরোধ করেছিলাম। তারা বলেছিল, ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া তারা করবে না। এখন ঔষধ প্রশাসন অনুমতি দিয়েছে, তাই তারা কিটের ট্রায়াল করবে। চিঠিটা আজ আমরা পেয়েছি।
চিঠিতে কী আছে- জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর লিখেছে, গণস্বাস্থ্য উদ্ভাবিত জি র্যাপিড ডট ব্লট কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য প্রস্তাবিত বিএসএমএমইউ অথবা আইসিডিডিআর,বি থেকে ট্রায়াল সম্পন্ন করা যেতে পারে। এজন্য বিএসএমএমইউ ও আইসিডিডিআর,বিকে অনুরোধ করা হলো।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, এর ফলে কিটের অনুমতি পাওয়ার বিষয়টি অনেক এগিয়ে গেল। আমরা এটাই চেয়েছিলাম যে, দুই লাইনের একটা চিঠি দেন আমাদের। ওনারা সেটা না করে একটা মিডলম্যান রাখতে চেয়েছিলেন, আমাদের আপত্তিটা ছিল সেখানে।
এ বিষয়ে ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গণস্বাস্থ্যের কিট বিএসএমএমইউ বা আইসিডিডিআর,বি- যেখানে তাদের খুশি, ট্রায়াল দিলে পারে। ট্রায়ালের পর সেটার সেনসিভিটি, স্পেশিফিক্যালি কার্যকারিতা দেখার পর অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।