চট্টগ্রামের চিকিৎসককে খুনের ঘটনায় মামলা করলেন তাঁর স্ত্রী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/10/19/ctg3.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত দূর্বৃত্তের হাতে চিকিৎসক শাহ আলম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে তার স্ত্রী।
শনিবার ( ১৯ অক্টোবর) রাতে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলাটি দায়ের করেন ডা. আলমের স্ত্রী আজমেরি শিকদার কান্তা।
মামলা দায়েরের পর তিনি বলেন, “আমার স্বামীকে হত্যার ঘটনায় শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছি। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে।”
সীতাকুণ্ড থানার ওসি শামীম শেখ বলেন, “এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সীতাকুন্ড থানার এসআই রবি চরণ চৌহানকে। হত্যার রহস্য উম্মোচন করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে।”
গত শুক্রবার সকাল ৮ টার দিকে কুমিরা ঘাটঘর এলাকার বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে সনাক্ত করার পর জানা যায়, সেটি কুমিরার বেবী কেয়ার নামে একটা হাসপাতালের পরিচালক ডা. শাহ আলমের লাশ।
ডা. আলম সৌদি আরবের মদিনা হাসপাতালের শিশু বিভাগের প্রধান ছিলেন। দেশের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নিজের বিলাসী জীবন ছেড়ে ফিরে আসেন জন্মভূমি বাংলাদেশে।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর চাঁদগাও আবাসিক এলাকায় ডা. শাহ আলমের লাশ দাফন করা হয়।