চট্টগ্রামে ভাইকে অবৈধ অস্ত্র চালানো শেখাতে গিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ভাইকে অস্ত্র চালনা প্রশিক্ষণ দিতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় মামাতো ভাইকে অস্ত্র চালানো শেখাতে গিয়ে অসাবধানতবশত নিজেই গুলিবিদ্ধ হন যুবক পঙ্কজ তালুকদার (২৫)।
এতে গুরুতর আহত পঙ্কজের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে মারা যান তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহেদুল ইসলাম তার মৃত্যুর কথা নিশ্চিত করেন। নিহত পঙ্কজ তালুকদার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বাসিন্দা।
পঙ্কজের কাকা প্রিয়তোষ তালুকদার জানান, পঙ্কজ পূজা উপলক্ষে দক্ষিণ কাঞ্চনায় মামার বাড়ি বেড়াতে যায়। সেখানে তার মামাতো ভাই প্রিয়মকে গুলি চালানো শেখাতে গিয়ে ভুলবশত ফায়ার হয়ে যায়।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নিহত পঙ্কজের মামার পরিবার শুরুতে ঘটনাটি স্বীকারই করতে চায়নি। পরে খোঁজ নিয়ে জেনেছি, গুলি চালানো শেখাতে গিয়ে পঙ্কজ তালুকদার আহত হয়েছিল; তার ব্যবহৃত অস্ত্রটি ছিলো অবৈধ। চট্টগ্রাম মেডিকেলে আজ ভোরে সে মারা যায়। লাশের ময়নাতদন্তের পর এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।"
তিনি জানান, ৬ নভেম্বর সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনায় গুলির ঘটনা ঘটে। গুলি পঙ্কজের পেটের ডানপাশে লাগে। ওই দিনই পঙ্কজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।