চট্টগ্রামে যুবলীগের অনুষ্ঠানে মারামারি, ক্ষুব্ধ হয়ে মঞ্চ ত্যাগ নওফেলের
চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বক্তব্য না দিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সমাবেশ চলার মধ্যে বিকেল সাড়ে চারটার দিকে ওমরগনি এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, লালদিঘী মাঠে যুবলীগের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
অনুষ্ঠানটির আয়োজক চট্টগ্রাম মহানগর যুবলীগ। জানতে চাইলে মহানগরের যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, “অনুষ্ঠানে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলো।”
মারামারি ঘটনার পর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে অতিথিরা ঘটনাস্থল ত্যাগ করেন।