চট্টগ্রামে ‘১৬ কোটি টাকার কোকেনসহ মাদক ব্যবসায়ী’ আটক
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেলে আনোয়ার হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান জানিয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মাহমুদুল হাসান মামুন।
র্যাবের এই কর্মকর্তা জানান, উদ্ধারকৃত কোকেনের বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
আটক আনোয়ার হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিজকুঞ্জরা এলাকার কামাল হোসেনের ছেলে। চট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্ব কলোনীতে থাকতেন তিনি।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর পোর্ট কানেকটিং রোডের বড়পুল এলাকায় অভিযান শুরু করে র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কাগজ উপর টেপে মোড়ানো কোকেন পাওয়া যায়। আটক আনোয়ার হোসেনকে হালিশহর থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।”