চট্টগ্রাম বিমানবন্দরের বসলো থার্মাল স্ক্যানার
করোনা ভাইরাস পরীক্ষায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে থার্মাল স্ক্যানার। প্রায় সাত মাস ধরে বিমানবন্দরের একমাত্র থার্মাল স্ক্যানারটি নষ্ট থাকার পর মঙ্গলবার সকালে নতুন স্ক্যানারটি বসানো হয়।
স্ক্যানারটির মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। স্ক্যানারের ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলেই জ্বর আছে কিনা শনাক্ত করা যাবে । করোনা ভাইরাসের কারণে রেড এলার্ট জারী হওয়ার পর এতোদিন হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হয়েছিল।
চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোতাহার হোসেন বলেন, মঙ্গলবার সকালে স্ক্যানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর নতুন স্ক্যানারটি সচল করে কারিগরি টিম। মঙ্গলবার থেকেই নতুন মেশিনে স্ক্যানিং শুরু করে বিমানবন্দরে নিয়োজিত মেডিকেল টিম।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান বলেন, নতুন থার্মাল স্ক্যানার বসানোর কারণে করোনা পরীক্ষায় আগের চেয়ে সময় কম লাগবে।
চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য দপ্তর জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ সকাল ৮ টা পর্যন্ত ২১২টি আন্তর্জাতিক ফ্লাইটের ৪০ হাজার ১১ জন বিমান যাত্রীদের হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে।