চট্টগ্রাম সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন ও সেনা মোতায়েন চায় বিএনপি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন ও ভোটকক্ষে সেনা মোতায়েনসহ চারদফা দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে লিখিতভাবে এসব দাবি তুলে ধরেন তিনি।
অন্য দাবিগুলো হলো- প্রিজাইডিং কর্মকর্তাদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষমতা এক শতাংশে নামিয়ে আনা ও জাতীয় পরিচয়পত্র দেখে ভোট কেন্দ্রে ভোটারদের প্রবেশ নিশ্চিত করা।
এ ব্যাপারে ডা. শাহাদাত হোসেন বলেন, টানা তিনদিন ছুটির পর ২৯ মার্চ ভোটের দিন নির্ধারণ করেছে ইসি। ফলে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোটের তারিখ ৩১ মার্চ করার দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের কারিগরি দিকটা সেনাবাহিনী তত্ত্বাবধান করলেও তারা নিরাপত্তাসহ অন্যান্য দিকটা দেখে না। ফলে অনেক অনিয়ম হয়েছে। সেজন্য সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।
ডা. শাহাদাত বলেন, অনেকে জোরপূর্বক কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। এজন্য ভোটার ছাড়া অন্য কেউ যেন কেন্দ্রে ঢুকতে না পারে তাই এনআইডি দেখে কেন্দ্রে প্রবেশে নিয়ম করার দাবি জানিয়েছি।
রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিএনপির মেয়র প্রার্থী চারটি প্রস্তাব দিয়েছেন। আমরা সেগুলো নির্বাচন কমিশনে পাঠাবো। উর্ধ্বতন কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়নে সিদ্ধান্ত নেবে।