চাকরিচ্যুতির প্রতিবাদে ইউএসটিসির হাসপাতালে বিক্ষোভ
চট্টগ্রামের বঙ্গবন্ধু মোমোরিয়াল হাসপাতালের ১৯ জন নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের নার্স ও কর্মচরীরা। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) অধীনে পরিচালিত হাসপাতালটির কর্মীরা রোববার সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান নেয়।
গত ৮ এপ্রিল ১৯ জন নার্স এবং ১৫ জন আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর নাম উল্লেখ করে নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি।
চাকরিচ্যুত নার্স রেহানা আক্তর জানান, আমরা দীর্ঘদিন ধরে চাকরি করে আসলেও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দেখিয়ে হঠাৎ করে তদের চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এমন সংকটকালীন সময়েও তাদের পরিবারের কথা মোটেও চিন্তা করেনি তারা। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি আমরা।
ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মানিক মিয়া বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে পরিকল্পিতভাবে ৩৪ জনকে চাকরিচ্যুত করেছে। এছাড়া এ প্রতিষ্ঠানের আরও অনেক কর্মচারীকে পদোন্নতি না দিয়ে উল্টো পদাবনতি দিয়ে বিভিন্ন জায়গায় বদলি করেছে। কর্তৃপক্ষের এমন অনৈতিক সিন্ধান্তে আমরা আন্দোলনে নেমেছি।
চাকুরিচ্যুতদের স্বপদে বহাল এবং বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।
বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের উপপরিচালক নাছির উদ্দিনর বলেন, আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা চলছে।