চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ানো সেই ম্যাজিস্ট্রেটকে বদলি
ঢাকায় চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ানো সেই পুলিশের সহ কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউমার্কেট থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় দায়িত্বে ছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ। কয়েকজন পুলিশ সদস্যসহ ওই ম্যাজিস্ট্রেট ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান।
ওই নারী চিকিৎসকের সঙ্গে তার পরিচয়পত্র না থাকলেও তার ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী হওয়ার তদসংশ্লিষ্ট কাগজ-পত্র তার গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত করা ছিল।
তাদের বাক-বিতণ্ডার ভিডিও ক্লিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।