চীন থেকে টিকার চালান নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ বিমান
সিনোফার্মের ৬ লাখ ডোজ করোনার টিকা আনতে গতকাল রাতে চীনের উদ্দেশ্যে রওনা দেয়া বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) দুটি বিমান আজ সকাল ১০টায় চীন হতে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ বিকেল সাড়ে ৫টার সময় বিমান দুটি ঢাকায় এসে পৌঁছাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ সকালে তার ফেসবুক পেজে বিমানদুটোর চীনে অবতরণের ছবি প্রকাশ করেন।
পরে তিনি আরও ছবি পোস্ট করেন যাতে দেখা যায়, বিমান দুটোর কার্গোতে টিকা মজুত করা হয়েছে।
টিকার এই চালানও চীনের কাছ থেকে উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।
এদিকে গতকাল শনিবার চীনের সঙ্গে সিনোফার্মের টিকা কিনতে বাংলাদেশ একটি ক্রয় চুক্তি সম্পন্ন করেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি- যেমন কবে বা কত ডোজ টিকা পাওয়া যাবে ।
এর আগে গত ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে পাঠায় চীন।