বাংলাদেশিদের আনতে চীনে যাচ্ছে বিমান
করোনা ভাইরাসের কারণে চীনের উহান প্রদেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত বিমান বাংলাদেশের একটি প্লেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল পাঁচটায় চীনের উদ্দেশে রওনা হবে বিমানটি।
শনিবার ভোররাত ২ টার দিকে আগ্রহীদের নিয়ে ফিরে আসবে প্লেনটি।
শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেন, “মোট ৩৬১ জন ফিরে আসছেন। তাদের মধ্যে ১৮ জন শিশু আছে।”
ফেরার পর তাদের প্রথমে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। “সেখানে তাদের ১৪দিনের জন্য রাখা হবে” বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনের পর আশকোনার হজ্জ্ব ক্যাম্প পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে ফিরে আসা বাংলাদেশিদের থাকার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।