চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ
পূর্বের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলায় ১০০% করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘন্টায় জেলায় ৪১ জনের নমুনা পরীক্ষায় সবার শরীরেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মৃত্যুবরণ করেছে বলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়।
নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, জীবননগরের ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন।
উল্লেখ্য, আগেরদিন চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ছিল ৯২ দশমিক ৭৫ শতাংশ।