ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ছুটির দিনে কর্মস্থল ত্যাগ না করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, "করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির সময়ে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার সরকারি-বেসরকারি অফিস-আদালত ১০ দিনের ছুটি ঘোষণার পর ট্রেনের টিকেট কাটতে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ঢল নামে। বাস্ট্যান্ডেও ভিড় করে নানা শ্রেণি-পেশার মানুষ। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক ও সমালোচনা।
এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে, আজ থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে যাত্রীবাহী নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এসবের আগে বিমান চলাচলও সীমিত করা হয়। ফলে করোনা ঠেকাতে কার্যত সারাদেশকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
এছাড়া বুধবার থেকে দেশের সুপারমার্কেটসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে।