জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল
হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার মামলার রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বাংলাদেশ জঙ্গিবাদ উৎপাটনের ক্ষেত্রে আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম, এই মামলার রায়ে সেটিই প্রমাণিত হলো।
বুধবার দুপুরে ঢাকার বিচারিক আদালতে রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এ ঘটনাটি আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা বিশ্বের কাছে ম্লান করেছিল। এ রায়ের ফলে সে ভাবমূর্তি, দেশে আইনের শাসন জঙ্গিবাদ নির্মূলে সরকারের যে তৎপরতা, তা প্রমাণিত হয়েছে।
তিন বছর আগে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছে আদালত।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বুধবার জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “দুঃখজনক ব্যাপার যারা বিত্তবান ঘরের ছেলে তারাই ভালো স্কুলে পড়াশোনা করছে, তারাই এ সমস্ত জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমার মনে হয় এখন সময় এসেছে সবগুলো স্কুল সরকারি, বেসরকারি, ইংরেজি মাধ্যম, মাদরাসাসহ সব জায়গায় জঙ্গিবাদের প্রতি কোনো রকম যাতে শিক্ষা না দেওয়া হয়, কোনো রকম আকৃষ্ট করা না হয়, উৎসাহিত করা না হয়। এ ব্যাপারে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার দরকার।”
মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ রায়ের পরে ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য) হিসেবে মামলাটি হাইকোর্টে আসবে। তখন আমরা সবরকম প্রস্তুতি নিয়ে এ মামলাটি পরিচালনা করার চেষ্টা করব। যাতে জঙ্গিবাদের ব্যাপারে আদালত যে রায় দিয়েছে, সে রায়টি যাতে বহাল থাকে।”