জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আবারও শীর্ষস্থানে বাংলাদেশ
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে সৈন্যদল পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে এ দেশ থেকে সম্প্রতি ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানো হয়েছে। এর ফলে দুনিয়াজুড়ে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জাতিসংঘের কার্যক্রমে ৬ হাজার ৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে অবস্থান ইথিওপিয়ার। অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার ৬ হাজার ৩২২ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।
এ তালিকায় চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে নেপাল, ভারত ও পাকিস্তান। নেপালের ৫ হাজার ৬৮২, ভারতের ৫ হাজার ৩৫৩ ও পাকিস্তানের ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে।
১৯৮৮ সালে প্রথম জাতিসংঘে ইউনিফর্মধারী কর্মী মোতায়েন করে বাংলাদেশ। সে সময়ে তাদের ইরান-ইরাক যুদ্ধবিরতি মনিটরে সাহায্য করতে মোতায়েন করা হয়েছিল।
গত তিন দশকেরও বেশিকাল ধরে বহু দেশে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা।