জাপানি দুই শিশু আপাতত থাকবে পুলিশের কাছে
আগামী ৩১ আগস্ট পর্যন্ত জাপানি দুই শিশুকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এই কয়দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।
এছাড়াও আগামী ৩১ আগস্ট শিশুদের হাইকোর্ট হাজির করতে এবং এ সময়ের মধ্যে উভয় পক্ষের আইনজীবীদের বিষয়টি সমাধানে ভূমিকা রাখার প্রচেষ্টা চালাতে পরামর্শ দিয়েছেন আদালত।
শিশুদের বাবার পক্ষে করা একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে শিশুদের মা জাপানি নারী নাকানো এরিকোরে পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। শিশুদের বাবা শরীফ ইমরানের পক্ষে শুনানি করেন ফাওজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
বিচারপতি এম ইনায়েতুর রহিম শিশু দুটির মা-বাবার আইনজীবীদের উদ্দেশে বলেন, "আপনারা দুজনই অভিজ্ঞ আইনজীবী। দেশি-বিদেশি বহু আইন আপনারা জানেন, জাজমেন্টও জানেন।
"কোর্টে তা ধৈর্য ধরে পড়া বা শোনার সময় আসলে কম। যাই হোক আপনারা একটা সমাধান (শিশুদের অভিভাকত্ব নিয়ে) নিজেরাই বের করে আমাদের ৩১ অগাস্ট জানাবেন বাচ্চাদের কল্যাণের জন্য। আপনাদের কারণে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
এর আগে গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা মামলা করলে গত ২২ আগস্ট শিশুদের উদ্ধার করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।