টিকটক, লাইকিতে ভিডিও পোস্ট করায় স্মার্টফোনে নিষেধাজ্ঞা কলেজ ছাত্রীদের
প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণের অভিযোগ তুলে, ছাত্রীদের টিকটক ও লাইকি ভিডিও তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে টাঙ্গাইলের একটি কলেজের কর্তৃপক্ষ। সরকারি ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এক নোটিশে এই প্রসঙ্গ টেনে এখন থেকে কলেজে স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষ মো. শহীদুজ্জামান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, "সম্প্রতি কিছু শিক্ষার্থী কলেজ ড্রেস পরে স্মার্টফোনের মাধ্যমে টিকটক, লাইকি ভিডিও তৈরি করেছে। এ ঘটনায় কলেজের সুনামের ওপর প্রভাব পড়েছে। তাই এখন থেকে কলেজে স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করা যেতে পারে।"
কোনো ছাত্রীকে টিকটক বা লাইকির মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এপ্রসঙ্গে জানতে চাইলে আজ বুধবার (১০ নভেম্বর) অধ্যক্ষ মো. শহীদুজ্জামান বলেন, "করোনা মহামারির কারণে দীর্ঘদিন পর কলেজ খুলছে। কিন্তু কিছু ছাত্রী স্মার্টফোন এনে টিকটক বা লাইকিতে ভিডিও আপলোড করছে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়, যা কলেজের সুনাম ক্ষুণ্ণ করেছে। ছাত্রীদের সচেতন করতেই আমরা এ পদক্ষেপ নিয়েছি। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
ওই ভিডিওতে কী আছে জানতে চাইলে তিনি বলেন, 'ভিডিওটি আমাদের কাছে নেই। তবে এ ঘটনায় আমরা বিব্রত।'