ডাবল সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজ
দেশের বাজারে ‘আগুন’ ধরিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম।
ঢাকার বাজারে এখন রেকর্ড পরিমাণ দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গতকাল থেকে যে বাজারে কেজি প্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় পেঁয়াজ কেনা যেত, একদিনের ব্যবধানে ওই বাজারগুলোতেই পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে ২০০ থেকে ২২০ টাকা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত আগোরা সুপার শপ এ প্রতিকেজি দেশি পেঁয়াজের মূল্য ১৬২ টাকা দেখা যায়। এর ঠিক ১০ মিনিট পরে সুপার শপটিতে পেঁয়াজের নতুন দাম দাম নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টরা, জানান আজকে যে দামে পেঁয়াজ কিনেছে, তাতে প্রতি কেজি ২০৪ টাকায় বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সেগুনবাগিচা কাঁচাবাজার এর সবজি বিক্রেতা আরিফুর রহমানের কাছে দাম জানতে চাইলে তিনি জানান প্রতি কেজি পেঁয়াজ একদাম ২২০ টাকা।
রামপুরা কাঁচাবাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে প্রতিকেজি দেশি পেঁয়াজ দুইশ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, এবার পেঁয়াজের দামে রেকর্ড হয়েছে। এর আগে কখনোই ২০০ টাকার ওপরে যায়নি পেঁয়াজের কেজি। বাড়তি দামের কারণে কোথাও কোথাও দাম শুনে ক্রেতাদের রেগে যেতে দেখা গেছে।
রামপুরা বাজারে পেঁয়াজ কিনতে এসে শামসুল আরেফিন নামে এক ক্রেতা বিক্রেতার সঙ্গে তর্ক জুড়ে দেন। তিনি বিক্রেতাকে বলেন গতকালকেও ১৬০ টাকায় বিক্রি করেছেন সেটা আজকে কিভাবে ২০০ টাকা চাচ্ছেন। রাতারাতি দাম বাড়ানোর কারণ জানতে চান ওই ক্রেতা।
তবে বিক্রেতাও ওই ক্রেতাকে জানিয়ে দেন, “তর্ক করার সময় নেই, নিলে নেন, না নিলে না নেন।”