ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। রোববার মাঝরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পেজটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছবি পোস্ট করে গণস্বাস্থ্য কেন্দ্রের উপাচার্য ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার লিখেছেন, "আল্লাহর রহমতে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড-১৯ পজেটিভ। আমরা ওনার 'জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট আইজিজি' পরীক্ষাও করেছি। উনি সেখানেও পজেটিভ; অর্থাৎ ওনার সিরোকনভার্সান হয়েছে। ওনার সকল পরীক্ষা ওনার নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট দিয়ে করা হয়েছে।'
'উনি বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়াতে ভুগছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন।'
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থের কিটের পরীক্ষায় তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও একই ফলাফল আসে। তিনি রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্র শনিবার বিকেলে জানায়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ও গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেষ্ট ফিজিওথেরাপি এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।