ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হলেন আরও ১৭০ জন
আজ শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত আরও ১৭০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন রোগীর মধ্যে ১৬৪ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
অবশ্য, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া আজকের তথ্যে এডিস মশাবাহী রোগটিতে আক্রান্ত রোগীদের সংখ্যায় কিছুটা পড়তিভাব দেখা যায়। এর আগে বৃহস্পতিবার মোট ১৯৪ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানান জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে মাত্র ৩০ জন রয়েছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর তথ্য পর্যালোচনা করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) চারজনের ডেঙ্গুজনিত কারণে মৃত্যু নিশ্চিত করেছে।
সরকারি বিভাগটির আনুষ্ঠানিক তথ্যানুসারে, ২০১৯ সালে বাংলাদেশে মোট এক লাখ ১,৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, এসময় মোট ১৭৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়।