ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৩ জন
সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে।
গত দুদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে, এর আগে বৃহস্পতি ও বুধবারে যথাক্রমে ২৩৪ ও ৩০৭ জন হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে এক হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৮৮ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০৩ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকার বাইরের হাসপাতালে।
নতুন রোগীর মধ্যে ১৪০ জন ঢাকায় এবং বাকি ২৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ২২৮ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৩ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছর এপর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন।