ঢাকায় এসেছে সিনোফার্মের ১০ লাখ টিকা
চীন থেকে সিনোফার্মের ১০ লাখ কোভিড টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
আজ (২৯ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫০৬৫ টিকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামীকাল (৩০ জুলাই) ভোরে বিমানের আরও দুটি ফ্লাইট চীন থেকে ২০ লাখ টিকা নিয়ে ঢাকায় অবতরণ করবে।
মোট ৩০ লাখ ডোজ কোভিড টিকা দেশে আনতে গত ২৯ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক তিনটি ড্রিমলাইনার (একটি বোয়িং ৭৮৭-৯ ও দুইটি বোয়িং ৭৮৭-৮) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
টিকা নিয়ে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানের ফ্লাইটটি আজ শাহজালালে অবতরণ করে।
ফ্লাইটগুলোতে বিমান বাংলাদেশের ককপিট ক্রু,কেবিন ক্রু ও অন্যান্য সদস্যগণ দায়িত্ব পালন করছেন।
সতর্কতার সাথে সুনির্দিষ্ট তাপমাত্রায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব টিকা দেশে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ কোভিড টিকা গত ২, ৩, ১৭ এবং ১৮ জুলাই মোট চারটি ফ্লাইটের মাধ্যমে দেশে আসে।