ঢাকায় সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে
চীনা ওধুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেলো বাংলাদেশ।
শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ সিনোফার্ম টিকার প্রথম চালান এসে পৌঁছায়।
পরবর্তীতে, রবিবার দিবাগত রাত ৩টার সময় একই বিমানবন্দরে ১০ লাখ ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসে।
ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবল হক, ইপিআই পরিচালক ড. শামসুল হক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্যাকসিনগুলো বেক্সিমকো ফার্মার সংরক্ষণাগারে রাখা হয়েছে।
নতুন আসা ভ্যাকসিনসহ বাংলাদেশে এখন পর্যন্ত সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ কোভিড টিকা এসেছে।
বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কিনেছে। তিন মাসের ভেতর সব ভ্যাকসিনগুলো দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।