ঢাবির আওতাধীন সব মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার নবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন চলতি বছরের মে মাসের সকল এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ও ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার নবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ প্রদান করা হবে।