ঢাবি অধ্যাপককে সংসদীয় কমিটি তলব করায় মৌলিক অধিকার সুরক্ষা কমিটির নিন্দা
একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকীকে সংসদীয় কমিটি তলব করায় 'বিস্ময়' প্রকাশ করেছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি।
রোববার এই কমিটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।
সেখানে বলা হয়, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম সিদ্দিকী বহু বছর ধরে অভিবাসী ও প্রবাসী ইস্যুতে বহুবিধ গবেষণা করেছেন এবং দেশে বিদেশে তাঁর প্রচুর সংখ্যক প্রবন্ধ ও গবেষণা লব্ধ বই ছাপা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার অভিবাসী ও প্রবাসীদের ব্যাপারে তাঁর প্রতিষ্ঠিত রামরুর গবেষণা লব্ধ জ্ঞান, বিশ্লেষণ ও মতামত কাজে লাগিয়েছে। এই প্রেক্ষাপটে 'রেমিট্যান্স প্রবাহ আর প্রবাসীদের বাস্তবতায় মিল নেই' শীর্ষক তাঁর সাক্ষাৎকার গত ৮ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সামনে ডাকায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।"
বিবৃতিতে আরও বলা হয়, "সংসদীয় স্থায়ী কমিটির প্রধান দায়িত্ব হল সরকারের বিভিন্ন কাজের নজরদারি করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কোন গবেষকের গবেষণা বিশ্লেষণ ও মতামত সরকারের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে পর্যালোচনা এবং সমালচনামূলক হলেও স্বাধীন ও নিরপেক্ষ জ্ঞান চর্চার জন্য কাউকে যে সংসদীয় কমিটির মুখোমুখি হতে হবে এর নজির বিশ্বে কোথাও আছে বলে আমাদের জানা নেই। বরং সরকারের কাজে সহায়তা করতে, সরকারের নীতি নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণ জানানোর নীতি প্রচলিত।"
"সংসদীয় কমিটির এ হেন উদ্ভট আচরণ দেখে মনে হয় এই সব কমিটি তাদের দায়-দ্বায়িত্ব ও ক্ষমতার সীমাবদ্ধতার ব্যাপারে ওয়াকিবহাল না। অন্যথায় যে কোন চিন্তা, মতামত, বিশ্লেষণ, জ্ঞান সৃষ্টির জন্য যদি সংসদীয় কমিটির সামনে জবাবদিহি করতে হয় তাহলে এটা বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার বাইরে গিয়েও গবেষণার পথকে রুদ্ধ করবে বলে আমাদের আশংকা হয়।"
ভবিষ্যতে সংসদীয় কমিটিকে জ্ঞান চর্চা ও অনুশীলনের ক্ষেত্রে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।