তিন দিন ধরে নিখোঁজ রংপুরের ইসলামি বক্তা আদনান
রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গীসহ নিখোঁজ হয়েছেন মো. আফসানুল আদনান ওরফে সামাজিক মাধ্যমে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নামে জনপ্রিয় এক ইসলামি বক্তা।
তিনি বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার (১১জুন) বিকেলে থানায় অভিযোগটি করেন তার মা আজেদা বেগম।
আজেদা বেগম বলেন, রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ সংলগ্ন তার বাড়ি। তবে আবু ত্ব-হা তার স্ত্রী এবং দেড় বছর বয়সী ছেলে ও তিন বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রীপাড়া চেয়ারম্যানের গলিতে ভাড়া বাসায় থাকেন।
অনলাইনে আরবি শিক্ষাদানের পাশপাশি ত্ব-হা প্রায় শুক্রবারেই দেশের বিভিন্ন মসজিদে ওয়াজ-নসিহত করতে যান বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার একটি মসজিদে যাওয়ার কথা বলে বিকেল আনুমানিক চারটায় একটি ভাড়া করা মোটরকারে তিনি রংপুর থেকে রওনা দেন। এসময় তার সঙ্গী ছিলেন আব্দুল মুহিত, ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফায়েজ।
বৃহস্পতিবার রাত ২.৩৭ ঘটিকায় তার স্ত্রী ফোন করলে ত্ব-হা ফোন ধরে জানান তিনি এখন ঢাকার গাবতলীতে আছেন। এসময় তিনি ফোনের ব্যাটারিতে চার্জ ফুরিয়ে আসার কথাও বলেছেন। তারপর থেকেই আদনান ও তার অপর সঙ্গীদের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এদিকে রাজধানীর দারুস সালাম থানার কর্মকর্তারা জানান, তারা এ ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছেন এবং সেই অনুসারে মুঠোফোনের সর্বশেষ কল লোকেশন শনাক্ত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, " আমরা (গাবতলীর) সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেছি, কিন্তু এপর্যন্ত কোনো সূত্র পাইনি।"
এদিকে, সামাজিক মাধ্যমে আদনানের হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে করা পোস্টগুলো সরিয়ে ফেলতেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে আদানান ত্ব-হা'র পরিবার।
তবে এব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের কাউন্টার টেরোরিজম ও ট্রানস্যাকশনাল ইউনিট।