দাদার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে দুই নাতির মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামে দাদার সঙ্গে রাঙ্গামাটি নদীতে গোসল করতে গিয়ে দুই নাতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
মারা যাওয়া শিশুরা হলো মো. জোবায়েদ (৪) ও আব্দুর রহমান (৭)। তারা দু'জন সম্পর্কে চাচাতো ভাই। জোবায়েদ গোপালপুর গ্রামের মামুন পাহলানের ছেলে। মামুন পাহলানের ভাই সোহেল পাহলানের ছেলে আব্দুর রহমান।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন দুই নাতি জোবায়েদ ও আব্দুর রহমানকে নিয়ে দুপুরে বাড়ি সংলগ্ন রাঙ্গামাটি নদীতে গোসল করতে যান। নদীর পাড়ে পৌঁছে নাতিদের বসিয়ে রেখে ছাগলের জন্য কাঠালপাতা সংগ্রহে গাছে ওঠেন। কিছুক্ষণ পর দাদা ফিরে এসে দেখেন নাতিরা নেই। নদীরপাড়ে জুতা পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরি দল সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার মো. গিয়াস উদ্দিন জানান, নদী খরস্রোতা হওয়ায় তল্লাশি চালাতে ডুবুরিদের বেগ পেতে হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূওে নদীর মধ্যে জোবায়েদের মৃতদেহ পাওয়া যায়। এর প্রায় ১০ মিনিট পর আব্দুর রহমানের মৃতদেহ পাওয়া যায়। নদী থেকে দুটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছেন সার্ভিসের ডুবুরি জালাল উদ্দিন। মৃতদেহ উদ্ধারের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা দেওয়ার পর সুস্থ রয়েছেন ওই ডুবুরি।