দাম বাড়লো চামড়ার, ব্যবসায়ীদের সাথে সমঝোতা
ঈদ-ঊল-আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার।
চলতি বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৩৩ থেকে ৩৭ টাকা।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী বৃহস্পতিবার চামড়ার নতুন দাম ঘোষণা করেন। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া, সারা দেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বকরির চামড়ার প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ১২ থেকে ১৪ টাকা।
গত বছর ঢাকার জন্য গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে, বাণিজ্য সচিব ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ দাম টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা করার প্রস্তাব করেন।
ব্যবসায়ীরা তাতে আপত্তি জানিয়ে গরুর চামড়ার দাম গতবারের চেয়ে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করলে মন্ত্রী তা মেনে নেন।
ব্যবসায়ীদের প্রতি নির্ধারিত দাম মেনে চলার আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, "আল্লাহর ওয়াস্তে অনুরোধ, আপনারা এই দাম নিশ্চিত করবেন।"
গত বছর সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়া ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়।