দিয়াবাড়িতে কোয়ারেন্টিন সেন্টার হচ্ছে না
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে করোনা ভাইরাসের কোয়ারেন্টিন সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তির মুখে সেটি প্রত্যাহার করা হয়েছে। শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়। আইএসপিআর জানিয়েছে, সরকার নতুন করে যেখানে জায়গা দেবে, সেখানে কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হবে।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বৃহস্পতিবার সেনাবাহিনীকে দুটি কোয়ারেন্টিনের দায়িত্ব দেওয়া হয়। একটি কেন্দ্র আশকোনায় হজ ক্যাম্প এবং অন্যটি উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা।
শুক্রবার দিয়াবাড়ি এলাকায় এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তারা দিনভর সেখানে বিক্ষোভ করতে থাকেন। এলাকাবাসীর দাবি ছিল, কোয়ারেন্টিন সেন্টার হলে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে।
ওই পরিস্থিতিতে দিয়াবাড়ির সেন্টারটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানা গেল।